যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) নাকি ভিসা পাবার জন্য জটিলতা কম হয় তাই এমআরপি করতে আবেদন করেছিলাম যশোর পাসপোর্ট অফিসে। পাসপোর্ট সম্পকিত পুলিশ প্রতিবেদন এর ব্যপারে বেশ সমস্যায় আছি গত মার্চের ২১ তারিখে আমার পাসর্পোট ডেলিভারি দেওয়ার কথা থাকলেও আমার পাসপোর্ট আজো পেলাম না, অফিস বলছে পুলিশ প্রতিবেদন আসেনি।অনেকেই বলছে টাকা দিলে নাকি হবে - অফিসের দেওয়ালে পলিসানইনে খুব বড়করে লেখা 'দালালদের দারা প্রতারিত হবেননা পরামর্রশের জন্য অফিসে যোগাযোগ করুন' যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যোগাযোগটা হয়তো ডিজিটালি হয়নি তাই পরামর্রশের ভাষাটা এমন ছিল' বাংলা কথা বোঝেন না? পুলিশ রিপোর্ট না আসলে আমরা কি করতে পারি' থানা তে গিয়েছিলাম যিনি(পুলিশ) আমাদের বাড়িতে গিয়েছিলেন প্রতিবেদনের জন্য তিনি বলেন আপনার কাগজতো তখনই পাঠিয়ে দিয়েছিলাম -এমতাবস্থায় কি করতে পারি? দয়া করে আন্তরিকতার সাথে একটু পরামর্শ দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।