আমাদের কথা খুঁজে নিন

   

বাচাও বাংলাদেশ!!!



ভাই আমরা তো সবাই বাংলাদেশী, আমরা বাঙ্গালী, আমরা সবাই বাংলায় কথা বলি, আমাদের দেশটাকে বিশ্বে মাথা উচু করে দাড়া করানো আমাদের দায়িত্ব। আজ যারা সন্ত্রাসী ধরছে , যারা দেশের জন্য কাজ করছে (বলছে) , সেই ভদ্র বেশী সম্মানীত গুণীজনেরা; যারা টাকা পয়সার অভাব কি জিনিস কখনো টের পায়নি আজ তারাই জা তা ভাবে দেশ চালাচ্ছে, বাজারে জিনিস পত্রের দামে আগুন , লাগামহীন দাম আমাদের মত সাধারন মানুষের নাভিশ্বাস উঠিয়েছে, আমাদের সরকারের কর্ম কান্ড দেখে মনে হচ্ছে উনারা যেন ২ বছরের জন্য রাজনীতীবিদদের বিচার কার্যক্রম পরিচালনা করতে এসেছেন, তাদের আর কোনো কাজ ই ই জেন নেই, প্রিতদিন সকালে খবরের কাগজে আর টিভি মিডিয়ার খবরে শুধুই আদালত আর মামলা নিয়ে খবর, অর্ধেকেরও বেশী সময় ধরে এসব খবর প্রচারিত হয়, আর আমরা আম জনতা সেই গতবাধা খবর হজম করে যাচ্ছি, আমরা আসলে নিজেদের মত করে জীবন চালাই, ভাবখানা এমন যে আমরা সবাই মাতবর , আমাদের সরকার ব্যস্ত বিচার নিয়ে, আমাদের মত সাধারন জনতার দিকে তাকানোর সময় আসলে কোথায়, তা না হলে কি অর্থ উপদেস্টা এই ভাবে আমাদের মত !!!(ছাগল!!!) বাঙ্গালীদের বলতে পারতেন না যে, এই টা শায়েস্তা খানের যুগ না, মানে দাম বাড়বেই এবং আমরা কষ্ট করে জীবন চালাবই , উনারা বিচার করে যাবেন আর বর বর বুলি ঝেড়ে বিদায় নেবেন !!!(হয়তো), কিন্তু আমি বিশ্বাস করি বাঙ্গালী জাতিকে কষ্ট দিয়ে কোনো সরকারই পরবর্তীতে জনগনের হাত থেকে রেহাই পায়নি, আমাদের ভদ্রলোকেরাও পাবেন না, শায়েস্তা তাদের হতেই হবে। তাই আমার আহবান আসুন সবাই দেশটাকে বাচাঁই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.