তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।
ওই যে তত্ত্বের স্তুপ-
স্তুপ দেখা যায় কাড়ি কাড়ি বুদ্ধিবৃত্তির,
মগজের স্তুপ।
ওই ভাসছে মার্ক্স-লেনিন
চোখের পাতার মাঝে।
চলার প্রহরে বাধা হয়ে আছে
রাশি রাশি অতৃপ্ত স্বপ্ন।
ওই তত্ত্বের বোঝা মাড়িয়ে সুদাসলে ভরা জীবনটা
অর্থহীন হয়ে আচমকা থমকায়।
তবু আদৌ কিছু আসে যায় ? কিছু আসে যায় না।
শুধু তত্ত্বই বা কেনো?
তারাদের নীল স্বপ্নে পৃথিবী বুনেছিলে ...
সেই স্বাপ্নিক হতাশা আজ শেষবেলায় কুঁড়ে খাচ্ছে-
হৃদয়, মন, অথবা শুধু একটি ধুকপুক করা হৃদপিণ্ডকে।
তাতেই বা কি হলো? কিছু কি আসে যায়?
না, সবই চলে যায়- সময়, শরীর, মানুষ। । ।
তারারাও হয়তো যাবে, অমাবস্যার আকাশে চাঁদ হারাবে।
এতোসব ভাবার অবকাশ কই?
সময় ফুরিয়ে আসছে-
ভাবনার সুতো ছিড়ে
সেলিং ডাকছে হঠাৎ ক্ষেপে,
আততায়ী বোধের বিলোপে মন হারায় বিলাপে । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।