আমাদের কথা খুঁজে নিন

   

নিস্তব্ধ শিহরণ

আমার হল শুরু...

নিস্তব্ধ শিহরণ শহীদুল ইসলাম তুমি চলে যাও, আবার ফিরে আসো। মনের জানালায় অস্পৃশ্য ভালবাসা উঁকি দেয়, তাও চেনা। নীল প্রান্তরে নিঃসঙ্গ আমি, তোমার চলমান স্পৃহা আমি স্তব্ধ, আমি শিহরিত এ কিসের টান? সব কষ্ট পেয়ে বসে আমায়, তবু তুমি আছো এ আমার সান্ত্বনা, তোমাকেই খুঁজে ফিরি। তুমি চলে যাও, পেছনে তাকাও আবার চলে যাও আমি দাঁড়িয়ে, যেতে চাই, তবে এ কোন মায়াজাল? বুকের মাঝে শ্বাশ্বত ধ্বণি, এসো ফিরে যেওনা ধন্দে সাড়া দাও, আমি বুঝতে পারিনা সোনালী রোদ্দুর কালো মেঘে ঢেকে যায় তোমার ক্ষণিকের চাওয়া পূর্ণ হয়, কেন মায়াবী তুমি? আকাশ মাটির সংমিশ্রনের মাঝে তুমি। জোৎস্নার আলোয় আমি তোমাকে দেখি, তোমায় চিনতে পারিনা ঘোর অমানিশায় পথের শেষপ্রান্তে যখন দাঁড়ালাম তুমি বললে ভালবাসি, এ কোন ছলনায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.