আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।
নিস্তব্ধ গ্যালাক্সিতে ছড়িয়ে তোমার অনুরণন,
হাওয়ায় দোদুল্যমান একটি জোনাক জাগা প্রজাপতির মত মরণ
আমাকে ক্লান্ত ক্লান্ত করে।
নোনা ইটের পাঁজরে দেনার দ্বায় আমাকে আঘাত করে,
অস্থির কোন ধূমকেতুর মতই বিদীর্ণ করে;
আমার বুকে জন্ম নেয়া ঘাসের সীমানা।
ঘুমের সুবর্ণ দরজার তালা খোলার মধ্যে
ক্ষমতা এবং সৌন্দর্য একসঙ্গে হয় পূরণ,
একটি নক্ষত্রের মত জীবন
কাচিক আবহাওয়ায় সমুদ্রে হয় বিলীন।
সব কিছুতেই তোমার বড় ঘৃণা,
অন্ধকার তোমার মহাপবিত্র শিশির কাঁদা,
কখনও অনিয়মিত চাঁদের হাসি,
চোখে ফেরি করে বিষাদের পুনর্নবীকরণ।
ঘুম হতে জেগে উঠে কোন ফেরেশতা,
পবিত্রতার বড় কোন ভুল অনুমতি দেয়!
হে আনন্দ! হে ভয়!
কি করা হবে বুড়ো সূর্যটাও ভাবে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।