আমাদের কথা খুঁজে নিন

   

মামলা প্রত্যাহারে বাউলদের আবেদন



মামলা প্রত্যাহারে বাউলদের আবেদন Wed, Apr 20th, 2011 6:29 pm BdST Dial 2000 from your GP mobile for latest news রাজবাড়ী, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় আপসের পর মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন রাজবাড়ীর বাউলরা। বুধবার জেলার বিচার বিভাগীয় হাকিমের আদালতে এ আবেদন করেন মামলার বাদি মোহাম্মদ ফকীর। আবেদনের সঙ্গে একটি আপসনামাও দাখিল করেছেন তিনি। হাকিম জাহিদুল আজাদ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে পাংশা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। নির্যাতিত বাউলদের পক্ষে ফকীর থানায় ওই মামলা করেছিলেন।

মামলার ১৩ আসামির নয় জন এদিন আদালতে হাজির হয়ে আবেদন জানালে তাদের জামিন দেন হাকিম জাহিদুল। গত ৫ এপ্রিল রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে ২৮ বাউলের চুল ও দাড়ি-গোঁফ কেটে দেওয়া হয়। এরপর মামলা হলে এক আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ। বাউল নির্যাতনের এ ঘটনা নিয়ে সারাদেশে সমালোচনা ওঠে। বিভিন্ন সংগঠন কর্মসূচিও পালন করে।

হাইকোর্টে একটি রিট আবেদনও হয়। বাউলদের ওপর নির্যাতনের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করে কেন বিচারের আওতায় আনা হবে না, তা জানাতে মঙ্গলবার নির্দেশও দেয় হাইকোর্ট। পাশাপাশি বাউলদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, বাউল স¤প্রদায়ের মুক্ত বাক চিন্তা ও ধর্মীয় স্বাধীনতা কেন নিশ্চিত করা হবে না, সরকারকে তাও জানাতে বলেছে আদালত। হাইকোর্টের এ রুল জারি করার পর রাতেই পাংশায় সরকারদলীয় সংসদ সদস্য জিল্লুল হাকিমের মধ্যস্থতায় বাউলদের নিয়ে সমঝোতা বৈঠক হয়। এতে পাংশা ও বালিয়াকান্দির উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস ও আবুল কালাম আজাদ, পাংশার পৌর মেয়র মো. ওয়াজেদ আলীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এবং কয়েকজন বাউল উপস্থিত ছিলেন।

মামলা প্রত্যাহারের আবেদনে বলা হয়, বাউল নির্যাতনের ঘটনায় জড়িতরা অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর অঙ্গীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.