* আমি খুজে বেড়াই নিজেকে *
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো প্রবাসী কল্যাণ ব্যাংক। বিদেশে চাকরিপ্রার্থীরা এ ব্যাংক থেকে কম সুদে ঋণ নিতে পারবে। পাশাপাশি প্রবাসীদের পাঠানো অর্থও এ ব্যাংকের মাধ্যমে বৈধভাবে দেশে আসবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চাকরিপ্রার্থী চার জনকে ঋণের অর্থের চেক তুলে দেন তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভিন্ন ধারার বিশেষায়িত এ ব্যাংকটির কার্যকরি মূলধনের পরিমাণ হবে ৪০০ কোটি টাকা।
৭০-৭১ ইস্কাটনের 'ওয়ানস্টপ সার্ভিস' ভবনে এ ব্যাংকের স্থায়ী প্রধান কার্যালয় হবে। আপাতত মিরপুরে দারুস সালাম রোডে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এর অস্থায়ী কার্যালয় থাকছে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামি।
বিভিন্ন কারণে দেশে ফিরে আসা শ্রমিকদেরও ব্যবসার জন্য ঋণ দেওয়া হবে এ ব্যাংক থেকে, যাতে গ্রামীণ অর্থনীতি চাঙা হয়। এজন্য ঋণের শর্ত হিসেবে তাদের ন্যূনতম কিছু বন্ধক রাখতে হবে।
কেউ কিছু বন্ধক রাখতে না পারলে তাদের জন্য 'সুপারভাইজারি ঋণে'র ব্যবস্থা করা হবে।
ব্যাংকের চেয়ারম্যান ও প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান জানান, এ ব্যাংকের ঋণগ্রহীতাদের ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। ঋণ নিতে আগ্রহীদের শুধু বিদেশে চাকরির নিয়োগপত্রের কপি জমা দিতে হবে। একইসঙ্গে দিতে হবে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসের আয়ের অর্থ দেশে পাঠানোর নিশ্চয়তাও। ঋণের কিস্তির অর্থ প্রত্যেক মাসের পাঠানো অর্থ থেকে কেটে নেওয়া হবে।
সুত্র,
বিডিনিউজ২৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।