আমাদের কথা খুঁজে নিন

   

‘আদিবাসীদের’ বাদ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ

ওই পরীক্ষার প্রথম ফলে উত্তীর্ণ ৫৯জন আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রোববার রিটটি দায়ের করেন।
রিটে গণপূর্ত সচিব, শিক্ষা সচিব, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সকল বিভাগে অবস্থিত আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক/সহকারী পরিচালককে বিবাদি করা হয়েছে।
রিটে আদিবাসী কোটায় আবেদনকারী প্রথম ফলে উত্তীর্ণ ২৮০ জনকে বাদ দিয়ে প্রকাশিত ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফল কেন অবৈধ ঘোষণা করা হবে না, মর্মে রুল চাওয়া হয়েছে।
বিষয়টি নিষ্পত্তি না করে এই বিসিএস লিখিত পরীক্ষার ফরম (বিপিএসসি ফরম-২) বিষয়ে কার্যক্রম না এগোনোর জন্য অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে রিটে।
২৫ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা।


এছাড়া রিটে আগামী সাত দিনের মধ্যে ২৮০ আদিবাসীকে তালিকা থেকে বাদ দেয়ার কারণ ব্যাখ্যা করে একটি প্রতিবেদন আদালতে জমা দিতে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিনের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বলা হয়, গত ৮ জুলাই প্রকাশিত প্রথম ফলে রিটকারীদের নিবন্ধন নম্বর থাকার অর্থ হচ্ছে তারা ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিসের ভিত্তিতে তাদের রেজিস্ট্রেশন নম্বর পুনর্মূল্যায়িত ফলে বাদ দেয়া হয়েছে সে বিষয়টি স্পষ্ট নয়। পুনর্মূল্যায়িত ফলে আবেদনকারীদের বাদ দেয়া উদ্দেশ্যমূলক এবং সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।
গত ৮ জুলাই কোটার ভিত্তিতে ৩৪তম বিসিএসের ফল প্রকাশ করা হয়, এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।


এই ফলে ‘মেধাবী’ অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের বিক্ষোভ-প্রতিবাদের মুখে ১০ জুলাই ওই ফল পুনর্মূল্যায়নের ঘোষণা দেয় পিএসসি।
১৪ জুলাই প্রকাশিত পুনর্মূল্যায়িত ফলাফলে ৪৬ হাজার ২৫০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।
৩৪তম বিসিএসের দ্বিতীয় দফার ফলাফলে আগের উত্তীর্ণদের রাখার কথা বলা হলেও উপজাতি কোটার প্রায় তিনশ’ চাকরিপ্রার্থী বাদ পড়েছেন বলে তারা অভিযোগ করেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.