আমাদের কথা খুঁজে নিন

   

আদিবাসীদের বিক্ষোভ: ক্যানাডায় রাজপথ রেলপথ অবরোধ

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

কানাডিয়ান আদিবাসীদের দেশব্যাপী বিক্ষোভ হয়ে গেল গতকাল। জীবনযাত্রার মানোন্নয়ন, ভূমির মালিকানসহ নানান দাবীতে সংঘটিত এই বিক্ষোভ যদিও বেশির ভাগ স্থানে মিছিল এবং মিটিং এর মধ্যে সীমাবদ্ধ ছিল - কিন্তু কিছু কিছু স্থানে বিক্ষোভকারীরা সড়ক এবং রেলপথ অবরোধ করে। ফলে টরন্টো থেকে অটোয়া এবং মন্ট্রীয়ল গামী কানাডার বৃহত্তম হাইওয়ে ৪০১ দিনের অধিকাংশ সময় বন্ধ ছিল। এই অবরোধের ফলে ভিয়া রেল তাদের টরন্টো অটোয়া এবং টরন্টো মন্ট্রিয়ল রুটের সকল ট্রেন বাতিল করে। অবশ্য বাংলাদেশী হিসাবে আমাদের কাছে এই খবরটা ডাল ভাতের মতোই মনে হবে।

কিন্তু যেখানে মাইনাস ৪৫ ডিগ্রী সেলসিয়াস আর প্রচন্ড তুষারপাতেও যোগাযোগ ব্যবস্থা চালু থাকে সেখানে এই হাইওয়ে এবং রেলপথ বন্ধ হওয়া একটা বিরাট খবর। গতকালের টিভি আর রেডিওর সারাদিনের খবরের প্রধান আইটেম ছিল এই ঘটনা। এর আগেও একটা আদিবাসী গ্রুপ ভুমির মালিকান দাবীতে রেলপথ বন্ধ করে এবং কোর্টের রায়ে হেরে গিয়ে রেলপথ খুলে দিতে বাধ্য হয়। আদিবাসী ক্যানাডিয়ারা অর্থনৈতিক ভাবে পশ্চাদপদ, শিক্ষা ও চিকিৎতার সুবিধার দিক থেকে পিছনে। এ ছাড়াও নেশা এবং আত্নহত্যার হারের দিকে অনেক উচুতে অবস্থান করছে।

গতকালের রেলপথ অবরোধ কারী এক আদিবাসীকে তাদের এই কাজ বেআইনী কিনা প্রশ্ন করা হলে সে বলে - গত ৫০০ বছর ধরে সংলাপ করছি - কিন্তু কাজ হচ্ছে কই? ক্রিষ্টোফার কলম্বাসের আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে এখানকার আদিবাসীদের যে পরাজয় শুরু হয়েছে - তার থেকে বেড়িয়ে আসার পথে এটা কি একটা ঘুরে দাড়ানোর লক্ষন কিনা সেটা অনেকে কাছে প্রশ্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.