রোববার চট্টগ্রামে এক সভায় আগ্রহের কথা জানান জাপানের বহির্বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক প্রতিষ্ঠান জেট্রো’র বাংলাদেশ প্রতিনিধি কেই কাওয়ানো।
তিনি বলেন, চট্টগ্রামে অটোমোবাইল, ইলেকট্রনিক্স ও মেশিনারিজ প্ল্যান্ট স্থাপনে আগ্রহী জাপান। আরো বেশি জাপানি বিনিয়োগ আর্কষণে বাংলাদেশকে গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো উন্নয়ন, সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগ নীতি ও প্রক্রিয়া সহজ করতে হবে।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের এই প্রতিনিধি জানান, চীনে ২২ হাজার, ভারতে এক হাজার এবং থাইল্যান্ডে সাত হাজার জাপানি প্রতিষ্ঠান থাকলেও বাংলাদেশে মাত্র ১৬০টি প্রতিষ্ঠান আছে।
কাওয়ানো বলেন, “বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে অঞ্চলিক যোগাযোগ, অশুল্ক বাধা দূরীকরণ ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে প্রয়োজনীয় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি সম্পাদন ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ জরুরি।”
চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মাহবুবুল আলম বলেন, কৌশলগত অবস্থান, শ্রমিকের প্রাচুর্য ও সহজলভ্যতার কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ-উপযোগী স্থান।
প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা, মানব সম্পদ উন্নয়ন এবং বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধিতে চট্টগ্রাম চেম্বার ও জেট্রোর যৌথভাবে কাজ করার উপর জোর দেন তিনি।
নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ ও পরিচালক মাহফুজুল হক শাহ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।