স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে
জীবনে কত কত পরীক্ষা দিলাম তার ইয়ত্তা নেই। কতবার কত খারাপ পরীক্ষা দিয়েও উতরাইয়া গেছি। যাই হোক যা বলতেছিলাম আপনারা জীবনে কত কম নাম্বার পাইছেন??আমি আইজকা যেই রের্কড করছি আমি নিজেই এইটা ভাঙ্গব বলে ঠিক করছি। ২৫ নাম্বারের পরীক্ষায় কেঊ যদি ৬ ভাগের একভাগ নাম্বার পায় তাহলে কেমন লাগে কন তো?? আমি আজকে এই মহান স্বাদ গ্রহণ করিলাম!! আহ,সে কি তৃপ্তি!!! অবশ্য আমার সাথে আরো ১৭ জন সেনা আছে তারাও আমার দলের। কিন্তু অবাক করার কথা হল আমি নাম্বার দেখে মোটেও মাথা গরম করলাম না।
উল্টা মাথা বেশি থান্ডা হইয়া গেল!! অল্প সুখে কাতর,অধিক সুখে পাথর মনে হয় এরেই কয়!! তারপরেও সাবধানতার মাইর নাই ভেবে পকেটের সব টাকা দিয়ে ঈগলও আইস-ক্রীম খাইলাম!! যদি মাথা গরম হইয়া যায়। কিন্তু আমার শুধু গলা থান্ডা হইল!!
আমারে তো কেমন জানি আশরাফুল মনে হচ্ছে। আজকে না হয় ২ নাম্বারের জন্য ৬ টা মিস করলাম। কিন্তু যদি পারতাম তাহলেয় তো প্রতি ৬ এর জন্য ২৫০০০ রুপি না পাই অন্তত অচল ২৫ পয়সা তো পাইতাম!! আমার এই মহান অবদানে স্যারের স্বৃকীতিও কম না। স্যার যদি আমারে নাম্বার কম না দিত তাহলে তো ধরা খাইতাম!! যাক কি আর করা থান্ডা মাথা বরফ না হইয়া যায় ওই ভয় এ হলে এসেই বাথরূমে ঢুকলাম।
কারণ মাথা নাতিশীতোষ্ণ রাখাই মনে হল উত্তম। অতি আনন্দের সাথে রুমমেটদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। কিন্তু তাদের চাহুনি বলে দিল আমার এই অপার পরিবর্তনে তারা খুবই মর্মাহত হইয়াছে। অনেকে আমার বাড়িতে নোটিশ পাঠানোর ভয়ও দিল। কিন্তু পরাজয়ে ডরে না বীর।
তাই আমি আশা করতেছি অদূর ভবিষ্যতে ২৫ এ মাইনাস ২৫ পাইয়া রের্কড করব। কিন্তু অতি আশার কথা এই যে স্যার ওই পরীক্ষাটি আবার নিবেন বলে ঠিক করছেন। এখন আপনাদের কাছে দোয়া,আশীর্বাদ চাই যেন আমি উক্ত পরীক্ষায় হয় ২০ পাই অথবা মাইনাস ২০ পাই। ভাই,প্লিজ,সত্যি এখন ভয় লাগতেছে!!! দোয়া কইরেন কিন্তু নাইলে আমি শেষ। আমার মৃতদেহের পূর্বাবস্থার মংগল কামনা করে(যদি আর কেউ না করেন) আজকে গেলাম।
ভালো থাকবেন যারা আমার মত ভুক্তভোগী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।