আমাদের কথা খুঁজে নিন

   

নির্দিষ্ট সময়ে জিমেইল থেকে মেইল করা

all in one

কোন নির্দিষ্ট দিবসে বা সময়ে আপনার কাউকে মেইল করা দরকার অথচ আপনি সেই সময়ে ইন্টারনেটে যুক্ত থাকবেন না। এমতবস্থায় মেইলটি আগেই পাঠাতে হয়, কিন্তু কোন ভাবে যদি নির্দিষ্ট সময়েই মেইলটি পাঠানো যেতো তাহলে কেমন হতো! শেড্যিউল মেইল পাঠানোর এমনই সুবিধা পাওয়া যাবে বূমেড়্যাঙ জিমেইল দ্বারা যা গুগল ক্রোম এবং ফায়ারফক্সে চলবে। বূমেড়্যাঙ প্লাগইনটি http://www.boomeranggmail.com থেকে ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করুন। এবার জিমেইলের (অথবা জিমেইল এ্যাপস মেইলের) উপরের ডানে Boomerang এ ক্লিক করুন এবং Allow বাটনে ক্লিক করে ওথেনটিকেশন করুন। এখন যে মেইল পাঠাতে চান তা কম্পোজে করে Save Now বাটনে ক্লিক করে সেভ করুন এবং Send Later ড্রপডাউনে ক্লিক করে কখন মেইল পাঠাতে চান তা নির্বাচন করুন, তাহলে Processing Massage দেখাবে এবং নির্দিষ্ট সময়ে মেইল সেন্ট হবে। যদি কোন কারনে মেইল সেন্ট হবার পূর্বেই সময় পরিবর্তন করতে, তাৎক্ষনাত পাঠাতে বা বাদ দিতে চান তাহলে জিমেইলের (অথবা জিমেইল এ্যাপস মেইল) উপরের ডানে Boomerang এ ক্লিক করুন এবং যথাক্রমে Reschedule, Send Now বা Don’t Send বাটনে ক্লিক করে করতে পারেন। কৃতজ্ঞতা : মেহদী আকরাম ভাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.