www.maruf22588@yahoo.com
নির্দিষ্ট সময় পর বা প্রসেসরের ব্যবহারের ওপর অথবা নেটওয়ার্কের কাজের ওপর ভিত্তি করে কম্পিউটার আবার চালু করা (রিস্টার্ট), বন্ধ করা, লগঅফ, লক করা, ফাইল চালানো বা অডিও ফাইল (mp3, ogg, wma, wav) চালানো যাবে। এমনই একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা হচ্ছে টাইমকম্ক্স। চার মেগাবাইটের এ সফটওয়্যারটি http://www.bitdreamers.com/en/products/ timecomx থেকে নামানো যাবে। সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন এবং Task ট্যাবে গিয়ে টাক্স নির্বাচন করুন। এবার Event ট্যাবে গিয়ে Mode থেকে পছন্দের ইভেন্ট নির্বাচন করে নিচের মান সেট করুন এবং Start বোতামে ক্লিক করুন।
মেহেদী আকরাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।