আমাদের কথা খুঁজে নিন

   

রুনিকে নিয়ে মরিনিয়োর কণ্ঠে ‘অন্য’ সুর

কয়েক দিন ধরেই রুনির দলবদল সংক্রান্ত গুঞ্জন নিয়ে সরগরম ইংল্যান্ডের ফুটবলাঙ্গন। চেলসির দায়িত্ব নেয়ার পর থেকেই রুনিকে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মরিনিয়ো। তবে ম্যান ইউর কোচ ডেভিড ময়েস দলের অন্যতম সেরা খেলোয়াড়কে বিক্রি করতে নারাজ। চেলসির প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন তিনি। তবু আশা ছাড়েননি ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত মরিনিয়ো।

অবশ্য রুনিকে নিয়ে আসতে বিশাল অঙ্কের টাকা খরচ করতেও রাজি নন তিনি। এ প্রসঙ্গে সাংবাদিকদের মরিনিয়ো বলেন, “ক্লাব কর্তৃপক্ষ টাকার অঙ্কটা সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছে। আমরা অবশ্য একজন খেলোয়াড়ের জন্য দুই, আড়াই বা তিন কোটি পাউন্ড পর্যন্ত ব্যয় করতে পারি। ” “তবে যা-ই করি না, তা হবে ক্লাবের সাধ্যের মধ্যে। আর তা করার জন্য আমাদের কাউকে বিক্রি করারও প্রয়োজন নেই।

” একজন স্ট্রাইকারের জন্য পাঁচ কোটি পাউন্ড খরচ করা সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মরিনিয়ো বলেন, “আমি যে স্ট্রাইকারকে চাই তার মূল্য পাঁচ কোটি পাউন্ড নয়। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.