চেলসির দু-দুটো প্রস্তাব এরই মধ্যে ফিরিয়ে দিয়েছে ম্যান ইউ। গণমাধ্যমের গুঞ্জন, দ্বিতীয়বার রুনির জন্য তিন কোটি পাউন্ডের প্রস্তাব রেখেছে মরিনিয়োর দল। তবু দলের তারকা স্ট্রাইকারকে ধরে রাখার সিদ্ধান্তে অটল ইংলিশ চ্যাম্পিয়নরা।
কিন্তু এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নন মরিনিয়ো। বৃটেনের ‘ডেইলি মেইল’ পত্রিকাকে স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কোচ বলেন, “আমরা তাকে (রুনিকে) আমাদের অন্যতম পছন্দের খেলোয়াড় হিসেবে বিবেচনা করছি।
আমরা নিয়ম মেনে এগিয়েছি আর শেষ দিন পর্যন্ত নিয়ম মেনেই চলবো। আমরা সব কিছু আইনসম্মতভাবে করবো। সরাসরি ক্লাবের (ম্যান ইউ) কাছে প্রস্তাবনা রাখবো। ”
ইংলিশ ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন ৩১ অগাস্ট।
মরিনিয়োর দাবি, ম্যান ইউর কাছ থেকে অনুমতি না পাওয়ায় চেলসির কোনো কর্মকর্তা এখনো রুনির সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “তার (রুনির) সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়নি। দেখা যাক অবস্থার পরিবর্তন হয় কিনা!”
স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেয়ার পর থেকেই ওল্ড ট্র্যাফোর্ডে রুনির অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। কিছু দিন আগে থাইল্যান্ড সফরের সময় ম্যান ইউর কোচ ডেভিড ময়েসের একটি মন্তব্য ক্ষুব্ধ করে তুলেছিল ২৭ বছর বয়সী রুনিকে।
ময়েস জানিয়েছিলেন, আসন্ন মৌসুমে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির বিকল্প হিসেবে ভাবা হবে রুনিকে। পার্সি চোট পেলেই শুধু প্রথম একাদশে খেলবেন তিনি।
ময়েসের মন্তব্যের পর থেকে রুনিকে চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসতে উঠে-পড়ে লেগেছেন মরিনিয়ো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।