আমাদের কথা খুঁজে নিন

   

রুনিকে ছাড়তে রাজি নয় ম্যান ইউ

গত মৌসুমের পর থেকেই গণমাধ্যমের গুঞ্জন, ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চান রুনি। গত জুনে দ্বিতীয় বারের মতো চেলসির কোচের দায়িত্ব নেয়ার পর থেকে জোসে মরিনিয়োও ইংল্যান্ডের তারকা স্ট্রাইকারকে কিনতে আগ্রহ প্রকাশ করে আসছেন। তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী হিসেবে ম্যান ইউর কোচের দায়িত্ব নেয়া ডেভিড ময়েস রুনিকে বিক্রি করতে রাজি নন। চেলসির প্রস্তাব আগেও একবার ফিরিয়ে দিয়েছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয় বারও তারা জানিয়ে দিয়েছে, রুনিকে ছাড়তে রাজি নয়।

ম্যান ইউর এক মুখপাত্র জানিয়েছেন, “গতকাল (রোববার) আমরা একটা প্রস্তাব পেয়েছি এবং সঙ্গে-সঙ্গেই তা ফিরিয়ে দেওয়া হয়েছে। তাকে (রুনিকে) বিক্রি না করার ব্যাপারে আমরা অনড় অবস্থানে আছি। ” ফার্গুসন অবসর নেয়ার পর থেকেই ওল্ড ট্র্যাফোর্ডে রুনির অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। কিছু দিন আগে থাইল্যান্ড সফরের সময় ২৭ বছর বয়সী রুনির ভবিষ্যৎ নিয়ে ময়েস একটি মন্তব্য করেছিলেন। ঐ মন্তব্যও ক্ষুব্ধ করে তোলে রুনিকে।

ময়েস জানিয়েছিলেন, আসন্ন মৌসুমে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে রুনিকে। পার্সি চোট পেলেই শুধু প্রথম একাদশে খেলবেন তিনি। দুই কোটি ৭০ লাখ পাউন্ডের বিনিময়ে ২০০৪ সালে এভারটন থেকে ম্যান ইউয়ে যোগ দেন রুনি। ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবের হয়ে ৪০২ ম্যাচে ১৯৭ গোল করেছেন তিনি। জিতেছেন পাঁচটি ইংলিশ প্রিমিয়ার লিগ ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.