আমাদের কথা খুঁজে নিন

   

রুনিকে স্বপরিবারে হত্যার হুমকি

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ওয়েইন রুনিকে স্বপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছে। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ইউনাইটেড হেরে যাওয়ায় এক সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ হুমকি দিয়েছেন।

টুইট বার্তায় ওই সমর্থক লিখেছেন- 'রুনি, তার স্ত্রী কলিন কিংবা তার শিশু সন্তানদের জীবনে ‘দুঃখজনক কিছু’ ঘটতে পারে।' অপর একটি টুইটে ‘বিশ্রি রকমের বেশী পরিশ্রমিক’ নেয়ার জন্য রুনির সমালোচনা করে রুনি বিরোধীরা তাকে হত্যা করার ঘোষণা দেয়।

যদিও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওই ম্যাচে ইউনাইটেডের হয়ে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেছিলেন রুনিই। তারপরও সমর্থকদের রোষানল থেকে মুক্তি মেলেনি তার। ম্যাচ হারায় স্ত্রী ও দুই সন্তানসহ স্বপরিবারে হত্যার হুমকি পেতে হল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.