আমাদের কথা খুঁজে নিন

   

রুনিকে মিডফিল্ডে খেলতে বাধ্য করেছিলেন ফার্গুসন!

রুনির ফর্ম হারানোর ঘটনায় বহু আলোচনা হয়েছে মিডিয়ায়। অনেকেই বলেছিলেন, অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে কোন একটা ঠান্ডা লড়াই চলেছে তাদের। একারণেই ছন্দ হারিয়ে ফেলেছে রুনি।

কিন্তু দীর্ঘদিন এ নিয়ে মুখ খোলেননি ওয়েন রুনি। তবে এবার গত বছরের পুরনো কাসুন্দি ঘেঁটে রীতিমত বোমা ফাটালেন তিনি।

রুনিকে ফরওয়ার্ড পজিশন থেকে সরিয়ে মিডফিল্ডে সরে আসতে বাধ্য করেছিলে স্যার ফার্গুসন। আর এ জন্যই গতবছর নিস্প্রভ ছিলেন তিনি। মিরর নিউজের এক খবরে এমনটাই দাবি করা হয়েছে।

রুনি বলেন, ফার্গুসন ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের সবাই জানত আমি কোন পজিশনে খেলেতে চাই। আমার স্বাভাবিক খেলার জন্য কোন পজিশনটি ঠিক সেটা আমি জানি কিন্তু আমাকে হতাশ হতে হয়েছে।

রুনির এমন সহজ বক্তব্যের পর এখন বুঝাই যাচ্ছে ফার্গুসনের সঙ্গে রুনির দিনগুলো কতটা হতাশাব্যঞ্জক ছিল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.