আমাদের কথা খুঁজে নিন

   

আমিনীর শাস্তি দাবি ও আমার প্রশ্ন??

নতুন পৃথিবীর জন্য নতুন বিপ্লব।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,মুফতি আমিনির শাস্তি দাবি করেছেন,তাঁর অভিযোগ হল আমিনী জনগনের নিরাপত্তা হরণ করছেন। মায়া আর মায়াপন্থি লোকদেরকে বলছি,উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে ফেলবেননা। আমিনী শান্তিপূর্ণভাবে সমাধান করতে চেয়েছেন। কিন্তু আপনারা তা মানেননি,আপনারা চান দেশে সংঘর্ষ অরাজকতা সৃষ্টি হোক,হাজার মানুষের প্রান শেষ হয়ে যাক।

আর আপনাদের অপরাজনীতি আর অবৈধ সংস্কারগুলো বেঁছে থাক। আরে আমিনির লোকের আঘাতে কোন লোক মরেনি,কিন্তু আপনাদের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনির আঘাতে প্রান দিয়েছে নির্দোষ মানুষ,হতাহত হয়েছে হাজার হাজার মানুষ। আপনারা জানেন বাংলাদেশের ৯৯% জনগন মুসলমান। তারা ইসলামের অপমান সহ্য করেনা। তার পরও কেন আপনারা কোটি কোটি মানুষের প্রানের ধর্ম ইসলামকে নিয়ে ঘাটাঘাটি করছেন।

আবার বড় গলায় বলছেন আওয়ামিলীগ কখনো কোরআন-সুন্নাহ বিরোধী আইন করবে না। যারা অবৈধভাবে নির্দোষ মানুষদের হত্যা করে,ইসলামের ধারক বাহক সহ নিস্পাপ মানুষদেরকে জেলে পুরে রাখে,যাদের কুত্তাবাহিনী নির্বিচারে মানুষ খুন করে,ইন্সপেক্টরের সামনে গ্রেপ্তারকৃত আসামিকে কুপিয়ে জখম করে,তারা কি মানুষের নিরাপত্তা প্রদান করছে??একজন সম্মানিত লোক হিসেবে মায়া সাহেবের উচিত ছিল চিন্তা করে কথা বলা। যে কারা রাতের আঁধারে মানুষকে ধরে নিয়ে মানুষের মুখ চিরতরে বন্ধ করে দেয়। কারা অ্যাডভোকেট নুরুল ইসলামের লাশ ১৪ টুকরা করে টয়লেটে ভরে রাখে। ধর্ষণের সেন্সুরি করার পর কাদের সম্মানিত নেত্রী পুরস্কার তুলে দেন তাঁর ছোট ভাইয়ের হাতে,যেখানে তিনি একজন নারী।

যখন দিপু মনির মত নেত্রী আর মায়ার মত নেতা এইসব কথা বলেন,তখন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে । নারায়ণগঞ্জে কবরীর সন্ত্রাস আজও চলছে,আমিনির সামান্য বিক্ষোভ যদি মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়,তবে আপনাদের খুন,ধর্ষণ,সন্ত্রাসী আর চাপাবাজি কি মানুষের নিরাপত্তা নিশ্চিত করে??ইসলামের দোহাই দিয়ে যারা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করে তারা কি দেশে শান্তি আনবে??যারা অবৈধভাবে অন্যদেশের কাছে নিজের দেশের সম্পদ বিক্রি করে তারা কি মানুষের নিরাপত্তা নিশ্চিত করে??আমার মনে হয় নিজের মর্যাদার প্রতি আর দেশ জনগনের আশা অনুভূতির প্রতি সম্মান জানিয়ে কথা বললে ও কাজ করলে মানুষের নিরাপত্তার উন্নয়ন করা যাবে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.