দেখিয়া শুনিয়া চরম বিরক্ত
দু;সময়ে চারিদিকে শুধু খারাপ সংবাদ। মাঝে মধ্যে এরকম সংবাদ পেলে মনটা ভালো হয়ে যায়।
যেই হারে 'উনাদের' ধরা হচ্ছে ঢাকা শহরের বাজার গুলা তো কয়েকদিন পর ডিম শুন্য হয়ে পড়বে!! এত আনন্দ কই রাখি?
ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালবাগ থানার একটি মারধরের মামলা আবারো তদন্তের নির্দেশ দিয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীসহ ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান সোমবার এই আদেশ দেন।
অপর আসামিরা হলেন- মো. রায়হান, আবুল খায়ের, মো. সাঈদ ও জাকির হোসেন।
এরা সবাই ইসলামী ঐক্যজোটের কর্মী।
ইসলামী ঐক্যজোটের মিছিলে না যাওয়ায় মারধর করার অভিযোগে চকবাজার আশরাফুল উলুম মাদ্রাসার ইফতা বিভাগের ছাত্র হাফেজ মো. শরীফ হোসেন ২০০৮ সালের ১৬ মে লালবাগ থানায় আমিনী ও তার দলের কর্মীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
তদন্ত শেষে লালবাগ থানার উপ-পরিদর্শক শেখ আব্দুল মোতালেব ২০১০ সালের ৭ ডিসেম্বর আমিনীসহ ওই পাঁচজনের নাম বাদ দিয়ে অভিযোগপত্র দেন।
আদালতের অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর মকবুল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ওই অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানিতে বাদী ৫ জনের নাম বাদ দেওয়া নিয়ে আপত্তি জানান। শুনানি শেষে বিচারক মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।
একইসঙ্গে আমিনীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।
সূত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।