আমাদের কথা খুঁজে নিন

   

আমিনীর মৃত্যুতে যে সকল লাভ হলো ।

সত্য সুন্দর মুফতী আমিনী মারা গেছেন কাল রাতে। রাত থেকেই দেখছি অনেকের উল্লাস । তা আসুন জেনে নেই আমিনীর মৃত্যুতে খুশী হবার কারণ । ১ । একজন আলেম কমে গেলো ।

একজন আলেম শয়তানের কাছে ৭০জন দরবেশের চেয়ে বেশী ভয়ংকর । অতএব শয়তানের দল তো নাচবেই । নাচি সেতারের সুরে সুরে পাগল হয়ে নাচো । ২ । আমিনীর কারণে হাইকোর্টের দেয়া রায় ফিরিয়ে নিতে হয়েছে ।

ব্যাটার এত শক্তি এত সাহস !বেঁচে থাকতে সবসময় আতংকে থাকতে হতো । আহ!এখন শান্তি । ৩ । নারীনিতীটা এত কষ্ট করে প্লান করে বানালাম ,ব্যাটা কেঁচে দিলো । গৃহবন্দী মৌলবীটা খালি বললো অমুক দিন হরতাল ,দল নেই সংগঠন নেই কর্মী নেই কিন্তু হরতাল সফল হয়ে গেলো !মরেছে ভালোই হলো ।

৪ । শিক্ষানিতীটাও বাস্তবায়ন হচ্ছে না ওর জন্য ,এবার চেষ্টা করে দেখি । কিন্তু আজকের জানায়ায় লাখ লাখ লোক দেখে তো ঢোক গিলতে হচ্ছে । ব্যাটার এত অনুসারী !উল্টা পাল্টা করলে ওরা ছাড়বেতো ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.