ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মহিলা সাংবাদিকসহ ১৫ ছাত্রী লাঞ্ছিত হয়েছে। সন্ধ্যার পূর্বমূহূর্তে একটি টেলিভিশনের মহিলা সাংবাদিক টিএসসি এলাকায় আয়োজিত কনসার্টের সংবাদ সংগ্রহ করতে মঞ্চে উঠতে চাইলে ছাত্রলীগ কর্মীরা তার ওড়নায় টেনে ধরে। এ সময় ক্যামেরাম্যান ওই মহিলা সাংবাদিককে বাঁচাতে গেলে তাকেও মারধর করে তারা।
এক পর্যায়ে কয়েক জন তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিট চলে এই কাণ্ড। পরে সিনিয়র নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের এক ছাত্র বলেন, ওই সাংবাদিকের হাতে মাইক্রোফোন ও টেপ রেকর্ডার ছিল। তার সঙ্গে ক্যামেরাম্যন ছিল।
ওই ছাত্র বলেন, ওই মহিলা সাংবাদিকের জামা-কাপড়ও ছিঁড়ে ফেলা হয়েছে। গত বছরও টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ষবরণের উৎসবে গিয়ে অর্ধশতাধিক ছাত্রী লাঞ্ছনার শিকার হন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে দুপুরে ৩ তরুণীকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ কর্মীরা। তাদের বাঁচাতে গিয়ে মার খেয়েছে তাদের ছেলে বন্ধুরা। এছাড়া মল চত্বরে কনসার্টে ৪ জন ও চারুকলা ইনিস্টিটিউটের সামনে কমপক্ষে ৫ ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বেশ কয়েক জন তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।