আমাদের কথা খুঁজে নিন

   

মূল্যবোধ

প্রতিবিম্ব এর মত সবকিছু, কিছুটা বাস্তব আবার কিছুটা

মেজাজটা আজ চরম খারাপ রাইসুলের। আধঘণ্টা ধরে শাহবাগ মোড়ে বাস এর জন্য দাড়িয়ে আছে। লোকাল বাসে লাগে ৫ টাকা সেখানে ১২ টাকা দিয়ে টিকেট কাটছে সিটিং বাসের। দুইটা বাস এসে চলে গেছে কিন্তু ওই দুইটায় পা রাখার জায়গা ছিল না। অবশেষে তিন নম্বরটায় কোনরকম চিপার মধ্যে উঠলো।

মধ্য গ্রীষ্ম তাই হাত আর বুকের মিলন স্থান পুরা ভিজে গেছে, বডিস্প্রে দিতে যে ভুলে গেছে তা পাশের ঝুলন্ত লোকটার হাবভাব দেখে বুঝতে পারল। জিগাতলাতে এসে বাস ফাঁকা হোলো, সাথে সাথে শিকারির মতো একটা সিট লুফে নিল সে কিন্তু এবার ফকিরের উৎপাত শুরু হইছে। কিছুই শুনে না কিছুই দেখে না এমন ভাব ধরে বসে থাকল। এর মধ্যে এক পিচ্ছি ভিক্ষার নতুন ধরন 'চকলেট বিক্রি' করতে আসছে। শালার বয়স হয় নাই ৫ বছর এর মধ্যেই ধান্দা শিখে গেছে, কিন্তু মায়াও হলো।

বাচ্চা ছেলে, কাছে আসলে দুই টাকা দিয়ে দিবে ঝামেলা শেষ। মনের মধ্যে শান্তি পাওয়া যাবে। ছেলেটা প্রায় কাছে চলে আসছে, সামনের সিটের এক ভদ্র মহিলার কাছে চকলেট কেনার কথা বলছে। এক টাকা দামের তেতুলের চকলেট, যা সে ফ্রি দিলেও খাবে না। মহিলা আসেলেই ভাল, দুই টাকা দিল কিন্তু চকলেট নিল না।

অতি ভদ্র মহিলা; পিচ্চিটা চকলেট নিতে বলল, নিল না। ধান্দাবাজটাকে দেখ টাকাটা পকেটে ঢুকাল! যাক তার কাজ হয়ে গেছে। আরে আরে পিচ্চিটা করে কি? ব্যাগ থেকে দুইটাকা দামের লাভক্যান্ডি বের করে দিল, মহিলা বলল লাগবে না তুমি রেখে দাও বাচ্চাটা কয়, আফা আমি চকলেট বেচি ভিক্ষা করি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।