যেদিন থেকে আমার অস্তিত্বে তোমার জম্ম হলো
সেদিন থেকে আমি আমার আমিত্ব হারালাম
শব্দ হারালাম, তিল তিল করে গড়ে তোলা সম্রাজ্যে
আমি এক পতিত পুরুষ।।
আমার মোটা তাজা স্বপ্নগুলো ছেটেঁ সরু সুতার মত করে দিলে
তোমার চোখের তীক্ষনতায়
আমি যখন নৈঃশব্দ নির্জন আবাদ করে শব্দের চাষাবাদ শুরু করেছি
তুমি বোল্লে- কি সব ছাইপাস!
ওসব লাম্পট্যর লক্ষণ, শব্দচাষীরা লম্পট হয়
আহত আমি তোমার ইচ্ছে পুতুল হয়ে
নিদারুণ ভালবাসার আনুগত্যে
গলা টিপে হত্যা করি আমার আমিত্ব।।
তারপর? তারপর প্রতি মুহূর্তে আমার অস্তিত্ব কণা বিলুপ্ত করে
হৃদয়ের বিন্দু বিন্দু নোনা জল শুষে নিয়ে
বন্ধ করলে তোমার মনের ডিহাইড্রেশন।
সুযোগ সন্ধানী তুমি , পশুত্ব জেগে ওঠল তোমার মাঝে
যদিও তুমি পশুই ছিলে মানুষের মুখোশের অন্তরালে
অবলীলায় বোললে- আমি চললাম
ভাল থেকো পতিত নিঃস্ব পুরুষ
দেয়ার মত কিছুই তো নেই তোমার কাছে।।
পথভ্রষ্ট নারী, এ আমার ভালবাসার আত্বসমর্পণ তোমার কাছে
যেটুকু ছিল উপুড় করে নিঃস্ব করে দিলাম তোমায়
যতটুকু দিলে এ জীবন শূন্য হতে পারে ভিতরে-বাইরে
নিঃস্ব রিক্ত শূন্য হৃদয় আমার, এক পতিত পুরুষ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।