আমাদের কথা খুঁজে নিন

   

পতিত



বামে বামে, উপরে একটু বামে চোখ মেল, দেখ কাঁপা কাঁপা হাতে খামে প্রেরক অর্থাৎ আমার অথবা তোমার বড়দার বন্ধুর নাম ঠিকানা দেয়া আছে। পাছে ভুলে যাও এই ভেবেই কাপাঁ অথচ স্পষ্টাক্ষরে ৯৪৮/ডি, পূর্ব শেওড়াপাড়া . . . এবং ফোন নম্বরে ০১৭৭ ও আনুষজ্ঞিক ছ’টি ডিজিট লিখে স্বল্প খরচে নির্ঘুম আলাপের দিকে এই আহ্বান করা। কড়া কফির ধোঁয়া জুড়িয়ে মরা মানুষের মত শীতল। শুধু বেথুল দিগ্বিদিক জ্ঞানশূন্য তোমার বড়দার বন্ধু অথবা একদা প্রেমিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।