আমার বিচ্ছিন্ন ভাবনার চিন্তিত ব্লগে স্বাগতম সিগারেটের প্রতিটা ধোঁয়ার কুণ্ডলীর সাথে হারিয়ে যায় স্বপ্নগুলো আর ভিতরে পুড়তে থাকে ফুসফুস আর মাথার ঠিক পিছনটাতে দ্রিম দ্রিম শব্দ । হঠাৎ পচন শুরু হলো লিভারটায় মনটা পচে গেছে আরো আগেই চোখের দৃষ্টি আজ ঝাপসা শুন্য দৃষ্টিতে কাকে যেন খুঁজে বেড়ায়…… আমার জীবনটা আজ পূর্ণিমার আলোর মত স্নিগ্ধ নয় বরং আজ তা সূর্যের প্রখর উত্তাপের মতই উত্তপ্ত । আমার জীবন আজ গায়ের কাঁদামাখা মেঠোপথ নয় বরং আজ তা চৌচির উত্তপ্ত প্রান্তর । আমার কণ্ঠস্বর আজ কোকিলের মত মধুর নয় বরং আজ তা হয়ে গেছে কাকের মতই কর্কশ । আমার কোন কিছুই আর আগের মত নয় কারণ আমার জীবন আজ পতিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।