কোটি কোটি বছর আগে সমাজ নামক এক জাহাজে চেপে,
অসংখ্য যাত্রী রওয়ানা হয়েছে অন্তিম গতির দিকে।
বহুতল জাহাজের বিভিন্ন তলায় হরেক রকম যাত্রী,
ধনী-গরীব, ফকির-মিসকিন আসন নিয়েছে পাতি।
উঁচু তলায় কেবিনে বসেছে উঁচু তলারই লোক,
নীচু তলায় চেপে বসেছে অতি অসহায় লোক।
প্রভাতে যখন উঁচু তলাতে সুর্য্য দিয়েছে উঁকি,
নব দিগন্তের আশায় তখন নীচু মানুষেরা হয়েছে খুশি।
দূপুরে যখন উঁচু মানুষেরা ভোজনে রয়েছে ব্যস্ত,
আধপেটা ভাত পাবে ভেবে ক্ষুধার্ত হয়েছে আশ্বস্ত।
উঁচু তলায় বিকেলে যখন চলছে হাসি তামাশা,
নীচু তলার মানুষেরা তখন বুকে বেঁধেছে আশা।
সন্ধ্যায় উঁচু তলায় হচ্ছে পোলাও, মাংস, বিরানী
নীচু তলায় সারাদিন সেদিন জোটেনি অন্ন, পানি।
গভীর রাতে ধনীরা যখন গভীর ঘুমে মগ্ন,
নিরন্ন তখন হয়েছে ক্ষুধার জ্বালায় হণ্য।
এমনসময় নীচু তলাতে হলো পানীয়ের সংকট,
তৃঞ্চার্ত মানুষ উপরের তলায় করিল সকলে জোট।
ভীষণ রাগিয়া ধনীরা বলিল, ’’নিচে যা হতভাগা.
মরবি তো মর নিচে মর যাগা।
’’
অগত্যা সব নীচু লোকেরা নিচেই আসিল ফিরে,
গাইতি, সাবল দিয়ে জাহাজের তলে আঘাত হানিল বারে বারে।
অবশেষে জাহাজ হইল ছিদ্র পানি উঠিল তলে,
নীচু মানুষেরা পাইল পানি জাহাজ ডুবিল জলে।
ডুবিল নীচুরা, ডুবিল উঁচুরা নিশ্চিহ্ন হইল সবে,
উঁচু-নীচু ভেদাভেদ বিস্তর হলে সকলে অতলে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।