আমাদের কথা খুঁজে নিন

   

পতিত ভিটায়

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

মানুষ হলেই অতীত থাকে গত সময়ের স্মৃতি থাকে আমার কোন স্মৃতি নেই অষ্ট প্রহর কষ্টে পোড়ার শোক নেই। ভালোবাসলেই সুখ থাকে সুখের অনেক প্রাপ্তি থাকে আমার কোন সুখ নেই সুখের পাশে প্রাপ্তির ঘর ফাঁকাই থাকে। ঘর থাকলেই ছাউনি থাকে শ্যামল বরণ নারী থাকে আমার চৌকাঠ ঠুনকো ঘুনে পতিত ভিটায় নীলচে রঙা শ্যাওলা জমে। ছবি সূত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।