আমাদের কথা খুঁজে নিন

   

পতিত - ১

প্রেমিকাও ঈশ্বর হয়ে উঠে তার সমস্ত অস্পষ্ট্তা নিয়ে

তারা বলে বসন্ত। আমি নিশ্চিত জানি এ শব প্রবাহ। এমন বসন্ত দিনে সে চলে গেছে ঝরে গেছে নিয়ম ভাঙার সপ্ন ফুল ফিরে গেছে উদাসী বাতাস, অনিয়ম, ভূল। কে দেখা দেয়, কখনই বা বসন্ত, ভূল হয়ে যায়, নিয়মে। তারা দূঃসপ্ন আঁকে শব দেহে আমার তুলিতে বসন্ত। এমন বসন্ত দিনে সে দেখা দিলে প্রেমযুগলের বাঁধা সপ্ন ফুল প্রিয়ার খোলা চুলে উদাসী বাতাস, আনমনে হাতে হাত রাখা ভূল। সে আসে, আসে চির বসন্ত, ভূল কিবা, অনিয়মে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।