আমাদের কথা খুঁজে নিন

   

পতিত প্রতিবেশ!

স্যাম্পল, কি টেস্টার! জীববিজ্ঞান, কি বিজ্ঞাপন!

পতিত প্রতিবেশ! তোমার সাথে থাকে জানি অন্য একটি লোক। একটাই পরিচয় জানি আমি তার- তোমার সে সুভাগা সহবাসী। লাখ-কোটির হিসেব জানি না, জানি- সে যে তুমি-পতি। পৃথিবীর আর কোনো পরিচয়ে জানো এসে যায় না কিচ্ছুটি। যতোদূর ঠাহর হয়- একই পাড়ায় সুদিন আর স্বপনদেরও বাড়ি। ওরা দু’ভাই কিচ্ছু জানে না, জানো না তুমি, খোদ খোদা-নির্মিত সুখনগর আবাসিকের কাক কিংবা পক্ষী, কেউই তোমরা জানো না- তোমার জন্য নিদেন কোনো ঝুঁকি ছাড়াই অদৃশ্যই তোমার ঘরে, মনে আর জানালায়- ফাঁকে বেঁকে কষ্ট বুকে উঁকি উঁকি মারে, বসবাস নয়- বেগতিক ঘুরঘুর করে আমার চেনা যমজ দু’টি বোন- একজন আমার ইচ্ছা, আর অন্য বোনটি ঈর্ষা! [৩ ফেব্রুয়ারি ২০০৯ দিবাগত রাত ৩টা অন্যপুর]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।