সাইফুল বাতেন টিটো , ছাব্বিশ বছরের এক টগবগে তরুণ । তার পৈত্রিক বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন ফুলঝুরি গ্রামে । বাবা আব্দুল লতিফ আকন্দ সহকারী প্রধান শিক্ষক , মা ফিরোজা লতিফ একজন গৃহিনী । তিন ভাইয়ের মধ্যে তিনিই বড় । ২০০১ সালে কে. এম. লতিফ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক , ২০০৩ সালে সাফা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ।
পরবর্তীতে সরকারী তিতুমীর কলেজ থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করে বেশ কিছুদিন চাকুরি করেছেন ।
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন সমগ্র বাংলাদেশটা পায়ে হেঁটে ঘুরে বেড়াবেন । দেশের কোথায় কি আছে দৃষ্টি মেলে অবলোকন করবেন । সেই ভাবনা থেকেই হুট করে বেড়িয়ে পড়লেন দেশ ভ্রমণের উদ্দেশ্যে । কিন্তু এই ভ্রমণ এখন আর শুধুমাত্র দৃষ্টিমেলে দেশ দেখার মধ্যেই সীমাবদ্ধ নেই ।
এর সাথে যোগ হয়েছে নতুন কিছু উদ্দেশ্য । তার বক্তব্য অনুযায়ী-
-সমগ্র পৃথিবীতে পরিবেশ বিপর্যয় ঘটছে । যার ধারাবাহিকতায় বাংলাদেশও বিপর্যয়ের সম্মুখীন । এর থেকে উত্তোরণের জন্য মানুষ কে উদ্ভুদ্ধ করা ।
-বাংলাদেশ কৃষি নির্ভর দেশ ।
পৃথিবীতে এমন সুজলা-সুফলা , শ্যামল আর উর্বরা দেশ খুব কমই আছে । কৃষিকে অর্থনীতির মূল চালিকাশক্তি ভাবা হলেও এখনো কৃষির উন্নয়নে অনেক বাঁধা । এই বাঁধাকে অতিক্রম করতে হলে দেশের প্রতিটি পতিত ভূমি কে কাজে লাগাতে হবে । কিন্তু অনেক কারণেই দেখা যায় যে, কৃষকরা নিরুৎসাহিত হচ্ছে । তাই তাদেরকে উদ্ভুদ্ধ করা পয়োজন ।
-দেশের প্রতিটি অঞ্চল পর্যটন কেন্দ্র হতে পারে । যদি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের পর্যটন শিল্পকে উন্নত করা যায় তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অনেকগুণ বাড়বে ।
-গাছ লাগানোর প্রতি প্রান্তিক মানুষকে উৎসাহিত করা ।
-আভ্যন্তরীণ সমস্যা পিড়ীত মানুষের জীবন চিত্র তুলে ধরা ।
তিনি মনে করেন, যদি শুধুমাত্র পর্যটন শিল্পের প্রতি সরকার এবং দেশের প্রতিটি মানুষ উদার মনোভাব পোষন করে তবে অর্থনৈতিকভাবে উন্নয়নের ধারা আরো বেশি জোড়ালো হবে ।
পর্যটনের জন্য বার্ষিক বাজেটের পুরো অংশের ব্যবহার নিশ্চিত করতে হবে । আর তাই তার স্লোগান- '' ব্যপারটা এরকম, ঘরে ঘরে ট্যুরিজম । ''
পায়ে হেঁটে দেশ ভ্রমণ করতে উৎসাহী হওয়ার বিশেষ আর কি কারণ জানতে চাইলে বললেন- '' সমগ্র বিশ্বটাই হচ্ছে একটা বিদ্যালয় । আর যতটুকু সম্ভব এই বিদ্যালয় থেকে জ্ঞান আহরণ করতে চাই । সেই সাথে দেশের উন্নয়নের ধারা কে আরো বেশি উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য একজন ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র প্রচেষ্টা ।
''
তিনি অনেকের কাছে তার এই প্রয়াসের জন্য সহযোগিতা চেয়ে বিমুখ হয়েছেন । তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংবাদপত্রের বিশিষ্ট কয়েকজন সাংবাদিকবৃন্দ রয়েছেন । তারপরও হতাশা তাকে স্পর্শ করতে পারেনি । ইতোমধ্যে তাকে সহযোগিতা করার জন্য অনেকেই তার সাথে যোগাযোগ করেছেন । বর্তমানে তিনি যেসব অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে , যোগাযোগের জন্য মোবাইল বিল, খাবার এবং রাত্রী যাপনের জন্য উপযুক্ত স্থান ।
তিনি আশা করেন তার এই ভ্রমণের বিষয়টি জানার পর তিনি যখন যেখানে অবস্থান করবেন তখন সেখানকার স্থানীয় কোন সংগঠন যদি তাকে ওই মুহূর্তের সহযোগিতা নিশ্চত করে তবে তিনিও নিশ্চন্ত হবেন । তার মোবাইল নাম্বার- ০১৮১১৪৪৬৪৪৭।
সত্যিকার অর্থে ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি । আজ তিনি একা পথে নেমেছেন কিন্তু আমরা আশা করি খুব শীঘ্রই তার আন্দোলনে আরো অনেকে যোগ দেবেন এবং তাকে যথাযথ সহযোগিতা করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।