আমাদের কথা খুঁজে নিন

   

পায়ে ঝিঁ ঝিঁ ধরে কেন?

..

পায়ের উপর পা চেপে বসলে বা শরীরের কোন অংশে বেশি চাপ পড়লে অনেক সময় ঝি ঝি ধরে। সাধারনত এই ঝি ঝি পায়েই বেশি ধরে এবং অবশ আবশ ভাব অনুভব হয়। স্নায়ুতে চাপ পড়লে স্নায়ু তার যথার্থ বার্তা মস্তেস্কে প্রেরন করতে পারে না। চাপের ফলে স্বাভাবিক রক্ত চলাচলও ব্যহত হয়। এ কারনেও যথার্থ বার্তা মস্তেস্কে প্রেরন করতে পারে না।

ব্যহত এই স্নায়ু উদ্দীপনাই ঝিঁ ঝিঁ। অবশ্য কিছুক্ষণ পরে চাপ মুক্ত হলে তা কেটে যায়। ঝিঁ ঝিঁ এসব করন ছাড়া হলে, প্রায়ই হলে বা বেশিক্ষণ হলে কিন্তু চিন্তার বিষয়। চিকিৎসকের মতে, মেরুদন্ডের কোন সমস্যা বা অন্য কোন কারনেও তা হতে পারে। এ ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয়া যুক্তিসংগত।

সূত্র: American Health Magazine

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।