আমাদের কথা খুঁজে নিন

   

বংগবন্ধু আমায় ক্ষমা করুনঃ২

মুর্খদের সাথে তর্ক করতে ভাল্লাগেনা,মুর্খ দের এভয়েড করতে ভাল্লাগে সবাই ৭মার্চ ১৯৭১ এর কথা লিখছে আজ। বংগবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাষন কে শ্রদ্ধা জানিয়ে কতকিছু লিখছে। মানুষটাকে মন থেকে শ্রদ্ধা করি। তবে তাই বলে চিড়িয়াখানা থেকে শুরু করে সবকিছুতে উনার নাম লাগানোটা আমার খুবি অপছন্দের কাজ। আই মিন যে হারে নামছে উনার নামের অবস্থান কিসে গিয়ে ঠেকবে তা চিন্তা করে ভয় লাগে।

যদিও নিজের পায়ে নিজেই কুড়ালটা মেরে নির্বংশ হয়েছেন অতি কাছের মানুষদের হাতে ও অতি কাছের মানুষদের সহায়তায়। তখনকার অনেক মুরুব্বি বলেন শেখ মুজিবের মৃত্যুর দিন কেউ একটা চোখের পানিও ফেলেনি। উনার খুনিরা নাকি জাতীয় বীরের মতন করে ঘুরেছে। যাই হোক,উনার ৭মার্চের উনার ভাষন টা আমাদের জেনারেশনে একটা খুব অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে। আমরা ছোট আওয়ামী লীগ আমলে বিটিভি উনার এই ভাষন টার একটা খুব বাজে রেকর্ডিং বাজাতো।

সেখানকার বিখ্যাত লাইন "রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব..." এখনো আজো কানে লাইনগুলি বাজ়ে বংগবন্ধুর নাম শুনলে। আমাদের দেশের মানুষের সমস্যাটা যার যতটুকু প্রাপ্য সেটার চেয়ে বেশী অথবা কম দেয়। কেউ কেউ উনাকে দেবতা বানিয়েছে,কেউ কেউ বানিয়েছে সাক্ষাত বাকশালী শয়তান। মানেটা কি??? উনি মানুষ,একজন রাজনীতিবিদ। আমার কাছে উনি একজন বিশাল নেতা যার কিনা সাধারন মানুষের কাছে ও তাদের মনে পৌছানর মতন ক্ষমতা ছিল।

উনি সহজেই পারতেন এই কাজ টা। রাজনীতি বিদ হিসাবে ধরলে খুব একটা যুতের না। তার পিছনে যুক্তি একটাই,উনি যদি সত্যিকারের ঝানু রাজনীতিবিদ হতেন উনাকে এই দুঃখজনক পরিণতি ভোগ করতে হতনা। আজ আবার ৭ মার্চ ২০১৩। দেশে একটা বিশ্রি ক্রাইসিস চলছে।

এককথায় নোংরা। আমার জ়ীবনের উপরেও ধাক্কা লেগেছে একটা। সামনে আরো আসছে। তাতে কার কি আসে যায় কেউ শাহবাগে নাচতেছে আর কেউবা চাদে রাজাকার খুজতাছে। কেউ কেউ ইভেন্ট খুলে বইছে।

৭মার্চ উপলক্ষে। হায়রে স্বদেশ। এই দেশটা আসলে কাদের?আমরা যারা শিক্ষিত-নেট ব্যবহার কারী তাদের??কোথায় বঙ্গবন্ধু আর কোথায় শাহবাগের পুলিশি প্রটেকশনে থাকা লাকী আক্তাররা??৭১ কি গাছে ধরে??৭১ এ বাংলাদেশের প্রতিটা পরিবার কিছু না কিছু হারিয়েছে। প্রতিটা পরিবার থেকে মানুষ মারা গিয়েছে। বংগবন্ধু ও তাজউদ্দিনের মত নেতা ছিল তখন।

আর আজ??৪২ বছর আগের যুদ্ধের অপরাধিদের ফাসির দাবীতে সবাই রাস্তায়??আর ৭১ এর ছিল সামাজিক,রাজ়নৈতিক,অর্থনৈতিক,ব্যক্তিগত মাত্রা। পৃথিবী কতকিছুই যে দেখাবে তার সার্কাসে। বঙ্গবন্ধু ও শহীদদের কাছে আমি হাতজোড় করে ক্ষমা চাচ্ছি এরকম অকর্মন্য জাতি তে পরিনত হওয়ার জন্য। এরকম জাতিগত ভাবে সত্ত্বাটা নিঃস্ব হওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী। ফাসির দাবীর মতন স্যাডিস্টিক দাবী ছাড়া তরুনরা এক হতে পারেনা।

আপনাদের ত্যাগ-রক্ত-ঘামে পাওয়া দেশ নিয়ে সবাই খেলছি আমরা। আর আমি বুকে নিজে ছুরি ঢুকিয়ে পচনে ধীরে ধীরে মারা যাওয়ার অপেক্ষায় আছি। ক্ষমা করো..................... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.