আমাদের কথা খুঁজে নিন

   

বংগবন্ধু হত্যা বিচার বনাম আমাদের শরীর থেকে কর্কট রোগ অপসারন।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

গতকালই সংবাদ পত্র এসেছে, বংগবন্ধু হত্যা মামলার কারনে '৭১এর যুদ্ধাপরাধীদের বিচার আরেক দফা পিছালো। Click This Link কিন্তু কেন? বংগবন্দু হত্যার বিচার অবশ্যই অবশ্যই অগ্রগন্যতায় ১ নম্বরে। কিন্তু তাই বলে যুধাপরাধীদের বিচার কিভাবে দু নম্বরে যায়? ৩৮ বছর ধরে বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে। এদেশের সূর্য সন্তানেরা যাদেরকে ঘাদাদের সাহায্যে পৃথীবির বুক থেকে অকালে সরিয়ে দেয়া হয়েছে নির্মম অত্যাচার করে, পাকিস্তান আর্মির ক্যাম্পে ক্যাম্পে যারা আমাদের নারী, কন্যা শিশুদের গ্রাম থেকে ধরে এনে , শুকনা আর তাজা রসদের(like dry and fresh commodities) মত সরবরাহ করেছে, যারা আমাদের নারী জাতিকে মালে গনিমত বলে পাকিস্তানীদের জন্যে হালাল করেছে, তাদের বিচার কোন অংকে বারবার পিছিয়ে যায়? আমি ২০০১ এ আওয়ামী লীগকে ভোট দেই নি, সেই নির্বাচনী প্রচারনার শেষ দিনে, মাননীয়া প্রধানমন্ত্রীকে বলতে শুনেছিলাম যে জয়নাল হাজারীর মত লোকই নাকি তাঁর প্রয়োজন।

এবার শুধু আমি না, আমার অতি প্রিয় নতুন প্রজন্মকেও খাওয়ানো হয়েছে ঘোল। আর কদ্দিন খাবো? ৭২, ৭৩, ৭৪, ৭৫এ, নব্বুই দশকের শেষার্ধে, এবছর এপ্রিল থেকে খেয়েই যাচ্ছি। বংগবন্ধু হত্যার বিচার চলছে, চলবে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই আমাদের জাতির শরীর থেকে কর্কট রোগ অপসারন। অনেক দেরী হয়ে গেছে, রোগ ছড়িয়ে পড়ছে সারা শরীরে। এখনই অপসারন না হয় আমাদের চেতনার মৃত্যু হবে।

আর মরনের ওপার থেকে কেউই ফিরে আসেনা। ______________________________________________ রাশেদ খান মেনন যখন কলিজায় গুলি খান তখন তাঁর গাড়ীতে সহ যাত্রী ছিল, সাকাচৌ। সব রসুনেরই কি গোড়া এক? ______________________________________________ মানুষের ধৈর্যেরও তো একটা সীমা আছে? সরকার কিছু করছেনা। আমারাও কি তাই হাতগুটিয়ে বসে থাকবো? কারো জানা আছে কি? কেন? আমাকে একটু বুঝিয়ে বলবেন কি? _____________________________________________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.