বিক্ষিপ্ত ভাবনা বিশ্বজিৎ দাস
এ শুধু হত্যা নয়।
এ হচ্ছে মানবিকতার ধ্বংস।
এ শুধু সমাজের পচন নয়,
না কোন সংশয় নয়
এ হচ্ছে রাষ্ট্রের নৈতিক ধ্বংস।
এ শুধু রাজনীতির পরাজয় নয়,
এ হচ্ছে একটি আদর্শের ধ্বংস।
এ কোন নেতার আদেশের বাস্তবায়ন নয়,
এ হচ্ছে বংগবন্ধুর আদর্শের যবনিকা।
বংগবন্ধু তুমি কোথায়!
কোথায় তুমি আজ!
হাহাকার করে উঠে মন।
যখন দেখি নব শকুনের দল,
তোমার নামে
তোমার আদর্শের নামে
তোমার হাতে গড়া দলের নামে
তোমার স্মৃতির নামে
তোমার ইতিহাসের নামে
তোমার প্রেমের নামে
মানবিকতাকে হত্যাকরে,
আমার তখন চিৎকার করে
বলতে ইচ্ছে করে
এরাই খুনী,
এরাই তোমার দ্বিতীয় খুনী।
এরা তোমার আদর্শের খুনী।
আমরা রাজাকার মুক্ত বাংলাদেশ চাই।
আজ ওরা যখন বলে, 'আমরা অতীত
তোমার ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ চাও'।
বংগবন্ধু তুমি বলে দাও
আজ কি উত্তর দিব।
আমি শুধু বলি,
এ ছাত্রলীগ
তোমার (বংগবন্ধুর)
দ্বিতীয় খুনী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।