আমার ভিতর আরেক আমি
অনাকাঙ্খিত অনেক,মনে এসে চলে গেছে;
চাঁদটা দেখলেই ঐ মনটাকে মনে পড়ে,
হঠাৎ যদি সে এসে, চোখে চোখ রেখে বলে
আজ উঠেছে কুয়াশা চাঁদ,এসো দিশেহারা হই,
বলবো শীতটা একটু কমুক
এ শীতে বের হওয়া যাবেনা;
হয়তো সে বলবে অভিমানের সুরে-
তুমি এসব কি বলছ,
শীতটা দেখলে কোথায়?
আশ্চর্য হওয়ার কিছু নেই
মনকে সে যে টানে
তাইতো এই শীতেও চাঁদ দেখতে বের হই।
২৪/১১/২০০৫
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।