অনেককাল ধরে
আরেকটি বিজয় দেখতে খুব সাধ জাগে,
ঘোর অমানিশা রাতে
জোনাকি’র আলোয় পারি না দেখতে !
দিনের ক্ষিপ্র সূর্যের প্রতাপী কিরণে-
গ্রাম্যবধুর নকশি কাঁথা বুননের মতোন
হৃদয়ে গাথিঁ সেই কাঙ্খিত বিজয়ের স্বপ্ন ।
হঠাৎ’ই তীক্ষ্ন সূঁচের খোঁচায়
বৃদ্ধাঙ্গুলের রক্ত ফিনকি দেয় ।
অতঃপর ! বারান্দার পাশে অযতনে পড়ে থাকে অসম্পন্ন, লক্ষ্যচ্যুত স্বপ্ন কাঁথা ।
এখনো বাঁধার সীমানা পেরিয়ে দু’চোখের রেটিনা চমকিত হয়নি কাঙ্খিত বিজয়ে !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।