আমাদের কথা খুঁজে নিন

   

অনাকাঙ্খিত

একটা সময় নিজেকে পরী ভাবতাম যে ডানা মেলে উড়ে বেড়াত পারে আর এখন নিজেকে পুতুল মনে হয় যা শুধু শোকেসে শোভা পায়

কোন এক অবেলায় ঝুমঝুম বৃষ্টি আর ঝিরঝির বাতাসে সে এলো বৃষ্টির ফোটায় ফোটায় সে এলো বাতাসের ছোয়ায় ছোয়ায় ভিজিয়ে গেল ভালোলাগা আর ভালোবাসায়। আমি ছিলাম নির্বাক স্তম্ভিত অনুভবের ছোয়ায় আবেগ আপ্লুত শিহরিত আর পুলকিত এ সবই ছিল অনাকাঙ্খিত। তারপর... কাঙ্খিত কামনায় পার হল বহু বর্ষা..... কেটে গেল বহু বছর ... ফুরিয়ে এলো যুগ.....। নেই কোন ঝড়ো হাওয়া নেই কোন বৃষ্টির ধারা নেই কোন ভালোলাগা নেই কোন ভালবাসা এ সবই আজ অনাকাঙ্খিত। শূণ্য আমার জলাধার বির্বণ আমার প্রকৃতি চৌচির আমার মাটি বিনষ্ট আমার ফসল বিনিদ্র আমার রজনী। আজি প্রণয়ের বেদনায় স্বপ্ন আর কল্পনায় বহু কাঙ্খিত বাসনায় তার অনুপস্তিতি অনাকাঙ্খিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।