আমার কি আছে , অথবা কি ছিল,ফুলের ভিতরে -বীজের ভিতরে যেমন আগুন.....
নিদারুন অভিমানে যদি আমি
ভেসে যাই বহুদূর যেতে পারি ।
এরকম ভেসে গেছে কতজন কতবার !
একসাথে পা বাড়িয়ে
মনে মনে সহস্র যোজন দূরে
একা একা ঘুরে ঘুরে
নিবিড় আশ্রয় খুজে
অশ্লেষে ডুবে যেতে চেয়ে
যদি আমি জেগে থাকি উদ্গ্রীব-
পুড়ে যায় দাবানলে গোলাপ বাগান
পোড়া ছাই কারো চোখে জল আনবে না ।
ভালবেসে দুইজন এক হ'তে চেয়ে
অকারন শ্লাঘা এসে
দুরন্ত দূরত্ব এঁকে দিলে
দুজনের গেঁথে নেওয়া একপথ বেপথু হারায়
সময় তো তাই বলে পথ ভুলবে না ।
অথৈ অন্ধকারে ডুবে যাবে অকারনে
অমিত সম্ভাবনার -আরো কিছু কাল ।
"প্রেমের আরক্ত শিশু" পথ চেয়ে বসে থেকে-
ফিরে যাবে অনাগত অন্য কোন দ্বারে ।
নিদারুন অভিমানে যদি আমি
ভেসে যাই বহুদূর -----।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।