ইসরাইলের বিরুদ্ধে কবিতাটি লেখা:-
পরিচয়পত্র
লেখ!
আমি একজন আরব
এবং আমার পরিচয়পত্রের নম্বর হচ্ছে ৫০ হাজার
আমার আটটি সন্তান
এবং আগামী গ্রীষ্মের পর নবমটিও আসছে
তুমি কি রাগান্বিত হচ্ছো?
লেখ!
আমি এক আরব
সহকর্মী শ্রমিকদের সাথে পাথর কোয়ারিতে কাজ করি
আমার আটটি সন্তান
আমি ওদের রুটি কাপড় ও বইয়ের জোগান দেই
পাথর থেকে...............
আমি তোমার দুয়ারে সাহায্যের জন্য দাঁড়াই না
অথবা তোমার অফিসে পা রেখে নিজের মর্যাদাহানি করি না
অতএব তুমি কি রাগান্বিত হবে?
লেখ!
আমি একজন আরব
আমার একটি নাম আছে পদবিহীন
একটি দেশের সহিষ্ঞু বাসিন্দা
যেখানে মানুষগুলো ক্রুদ্ধ
সময়ের সৃষ্টির পূর্বেই প্রোথিত হয়েছিল
আমার শেকড়
যুগ সূচনার পূর্বে
পাইন এবং জলপাই বৃক্ষেরও আগে
যখন বাঁসও জন্মায়নি
আমার পিতা.... একটি কৃষক পরিবার থেকে এসেছিল
কোনো সুবিধাভুগী শ্রেণী থেকে নয়
এবং আমার পিতামহ.... ছিলেন একজন কৃষক
না ছিলেন উচ্চ বর্ণ, না স্বচ্ছল জন্ম!
আমাকে পড়তে শেখানোর আগেই
সূর্যের অহংকার শিখিয়েছিলেন
এবং বাড়িটি প্রহরীদের ছাউনির মতো
বৃক্ষ শাখা ও বেতের তৈরি
তুমি কি আমার স্ট্যাটাস সম্পর্কে সন্তুষ্ট?
আমার একটি নাম আছে পদবিহীন!
লেখ!
আমি একজন আরব
তোমরা আমাদের আবাদি জমি
এবং আমার পূর্বপুরুষের খামার চুরি করেছ
আমাদের সন্তানদের জন্য তোমরা
এই পাথর ছাড়া কিছুই রেখে যাওনি...
অতএব রাষ্ট্র কি তা গ্রহন করবে
যা বলা হলো?
সুতরাং
প্রথম পৃষ্ঠার উপরের দিকে লেখ;
আমি জনতাকে ঘৃণা করি না
পরের সম্পত্তিতে হস্তক্ষেপও করি না
কিন্তু আমি যদি ক্ষুদার্ত হয়ে পড়ি
দখলদারদের মাংসই হবে আমার খাদ্য
সাবধান....
সাবধান....
আমার ক্ষুধায়
এবং আমার ক্রোধে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।