দীর্ঘদিন ধরে স্থগিত মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু হওয়ার আগে সমঝোতার শর্ত অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া শুরু করেছে ইসরায়েল।
বিবিসি জানিয়েছে, গত ৩ বছরে এটিই শান্তি প্রক্রিয়ার দিকে প্রথম কোনো পদক্ষেপ। বন্দী মুক্তির প্রথম ধাপ হিসেবে ২৬ জনকে মুক্তি দেয়া হয়েছে। তাদের বেশির ভাগই ২০ বছর আগে ইসরায়েলে নানা ধরনের হামলার অভিযোগে জেল খাটছেন।
মুক্তিপ্রাপ্ত বন্দীদের গাজা এবং পশ্চিমতীরে নিয়ে যাওয়া হয়েছে।
তবে ইসরায়েলের নতুন করে বসতি নির্মাণের ঘোষণার প্রতিবাদে অনেক ফিলিস্তিনি এই আলোচনা বর্জনের ডাক দিচ্ছেন।
আজ জেরুজালেমে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।