চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের ছেলে মুফতি হারুন ইজহারকে দু’টি মামলায় পাঁচদিন করে মোট দশদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলাম এ রিমান্ড আদেশ দিয়েছেন।
এছাড়া তার দেহরক্ষী জুনায়েদকে বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় ওই মাদ্রাসা থেকে গ্রেপ্তার হওয়া আরও পাঁচজনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।