বিন্দু এবং বৃত্ত
বিন্দু বলে আমি অতি ক্ষুদ্র
দেখা যায়না চোখে।
বৃত্ত বলে আমি অতি রুদ্র
কে আমাকে রুখে।
এখন দিন চলে যায়
বৃত্তের কাছে বিন্দু হনন,
এখন দিন চলে যায়
বিন্দুর কাছে বৃত্ত মহাজন।
বিন্দু তোমার ভয় নেই, রুখে দাঁড়াও
অজস্র তোমরা বানাতে পারো সিন্ধু।
বৃত্ত তোমার সঙ্গী নেই- পিছ পা হও
তুমি কেবলি একা আকাশের ঐ ইন্দু।
খোলা রেখেছি
দক্ষিণের জানালাটা খোলা রেখেছি
বাতাস আসবে বলে,
উত্তরের জানালাটা খোলা রেখেছি
দোয়েল বসবে বলে,
পূবের জানালাটা খোলা রেখেছি
সূর্য্যদয় দেখবো বলে,
পশ্চিমের জানালাটা খোলা রেখেছি
গোধূলী দেখবো বলে,
শুধু দরজাটা খোলা রেখেছি
তুমি আসবে বলে।
ভাল লাগল তাই শেয়ার করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।