আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে দাঁড়াও বন্ধু

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে গানের কথাঃ রায়হান শরীফ (আমার খুব কাছের এই মুহূর্তে প্রবাসী স্যার) অডিও লিংক Click This Link বন্ধু তুমি কতটা লজ্জায় জীবন কিনে নিলে? নিষ্ক্রিয়তার বারুদে বুঝি মন্দিরে চিতা জ্বলে? আমার মা কাননবালা যদি তোমারও মা হত! তার বসত ভিটা পুড়লে পরে হতে কি তুমি আহত? কোথায় তোমার ভালবাসা কোথায় জগৎজ্যোতি? দয়াল হরির কোপের ঘা টা তোমারও খুব লাগলো কি? এই বাংলার সব ধূলি কণা জানে বাংলা কি শুধু তোমার? আজো কি শুধু সংখ্যার ফেরে রইবে নির্বিকার? অসুরের সাথে যুদ্ধে তোমার দু’পা যদি যায় টলে বন্ধু তুমি নিজেরে জড়াও শান্তির মখমলে। ঘুরে দাঁড়াও বন্ধু শান্তির বর্গীরা এলো বলে এখনই ঢাকো তোমার লজ্জা দ্রোহের বল্কলে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।