আমাদের কথা খুঁজে নিন

   

হাবীব ইমন, দাঁড়াও

একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়।

হাবীব ইমন, জেগে ওঠো ঘুমিয়ে আছো দীর্ঘকাল, জেগে ওঠো এবার, রক্তের লাল আল্পনা উড়ে মেঘে ত্রি-মাত্রিক ছন্দে ঘড়ি কাঁটা দ্যাখাবে সময় ... হাবীব ইমন, জেড়ে ওঠো জেগে ওঠো তুমি হয়তো ঘুমের ঘোরে হয়ে যাবে অর্থহীন দ্যাখো পোড়ামাটির গন্ধে চারিদিক; শশ্মানের আগুনে পুড়ে যাচ্ছে বাঙলাদেশ \ দুই. পথ ভুলে ঘুড়ির মতো ওড়া এবার থামাও তোমার ঘাড়ে লাগুক বৈকণ্ঠীর বায়ু দাঁড়াও অচেনা পথিক হাবীব ইমন চেনামুখের সামনে একবার লাশ হয়ে দাঁড়াও ল মাইল হেঁটে কান্ত হয়ে তুমি দাঁড়াও তোমার সামনে নত হোক সকল বাস্তবতা \

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।