আমাদের কথা খুঁজে নিন

   

সামান্য একটি জার্সি - অতঃপর অহেতুক মন খারাপ হবার কারন

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

ফেসবুকে ICC Cricket World Cup 2011 গ্রুপে এই ভিডিওটি পেলাম। বেশি বড় না, ৫৭ সেকেন্ডের একটা ভিডিও। পাকিস্তান-ওয়েস্টইন্ডিজ খেলা শেষ হবার পরের কথা। এক বাংলাদেশী অনেক কাকুতি-মিনতি করতেছে এক পাকিস্তানীর কাছে। পাকিস্তানী "ভাইটি" যেন দয়া করে তার জার্সি খুলে দেয়।

কেননা, গরীব এই দেশে পাকিস্তানের জার্সি সবজায়গায় পাওয়া যায় না। আর পাওয়া গেলেও সেটার "হয়তো" অনেক দাম। পাকিস্তানী "ভাইটি" প্রথমে দিতে চায় নাই। প্রথমে আমতা আমতা করলেও, বাংলাদেশীটি যখন নিজের সাধারন জামা খুলে ফেলে, সেও না খুলে পারে না। হাজার হোক, ভীনদেশে এসেছে খেলা দেখতে।

পরে কি থেকে কি হয়ে যায়!! অতঃপর জার্সি পেয়ে বাংলাদেশী খুবই খুশী। সে বলে, এটার প্রতিদান তো দিতে পারবো না, তবে আমার সারাজীবন মনে থাকবে। সে ছবি তুলে আর বলে ভিডিওটা ফেসবুকে আপলোড করা হবে যাতে বিশ্ববাসী এই ভাত্রৃত্বের স্বাদ নিতে পারে। কাহিনী শেষ। ওহ হ্যা, আমার মন খারাপ।

এইসব জার্সি টানাহেচড়ার জন্য না। আমি বাংলাদেশী, তাই। ভিডিও লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।