আমাদের কথা খুঁজে নিন

   

শীলা খ্যাত ক্যাটরিনার সাথে প্রথম দেখা এবং চুমু কাহিনি (১৬+ হলেও হতে পারে)

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

উফফফ!!!! এই কাহিনি লেখতে যাইয়া কেমন জানি বার বার শিহরিত হচ্ছি। মাথা আউলা হইয়া যাইতেসে। চুল আমার পড়ে যাচ্ছে। গলা দিয়া শব্দ বের হচ্ছে না। কি করুম আর কি না করুম সেইটা ভেবেইই দিশা পাচ্ছি না।

সল্লু মামার সাবেক প্রেমিকা ক্যাট বেবি এর সাথে আমার প্রথম দেখা হইয়া গেল। আমি অতিশয় দুঃখিত যে, কোন ছবি দেখাইতে পারছি না। দেখা হওয়ার সময় আমি অন্যমনষ্ক থাকায় সেটা আর হল না। যাই হোক, শোনেন তাইলে কাহিনি। সেদিন খুব সকালে চলে গেলাম ক্যাট এর শুটিং স্পট এ।

মাঝ রাতে আমাকে ক্যাট ফোন করেই জানিয়েছিল যে আগামী দিন সকালে যেন আমি তার শুটিং প্লেসে যেয়ে দেখা করি। না করতে পারি নি। তাই গেলাম তার ওখানে। যেয়েই দেখি এলাহি কারবার। শুটিং চলছে “কে৪২০” এর।

এখানে ক্যাটের চরিত্রটাই আসল। নারী প্রধাণ চরিত্র হওয়াতে ক্যাটকে দেখলাম বেশ সিরিয়াস হয়ে অভিনয় করছে। তাই তাকে ডাক দিলাম না। চুপচাপ তার অভিনয় দেখতে লাগলাম। অনেকক্ষণ শুটিং হওয়ার পর ১০ মিনিট এর একটা ছোট ব্রেক দিলেন পরিচালক।

তখন ক্যাট এসে চেয়ার এ বসলো। আর তখনই আমাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখেই কাছে ডাক দিল। ক্যাট এর পাশে বসতেই আমাকে চা নাস্তা খেতে বলল। কিন্তু খাবো না বলে ওর সাথে সমানে গল্প জুরে দিলাম। এদিকে শুটিং শুরু করার জন্য পরিচালক সমানে তাগাদা দিচ্ছিল ক্যাট কে।

কে শোনে কার কথা!! আমরা গল্প করেই যাচ্ছি। এখন যে দৃষ্যধারণ করা হবে সেটা হল একটা নাচের। এ জন্য ক্যাটকে ভিতরের রুমে জেয়ে কাপর বদলে, মেকাপ করে আসতে হল। কিন্তু তখনই বাধলো বিপত্তি। নায়ক স্পট এ নেই।

উনি কাউকে কিছু না বলে বাহিরে গিয়েছেন। আধা ঘন্টা হয়ে গেল তার কোন খবর নাই। পরিচালকের মাথা গরম হয়ে উঠতে লাগলো। নায়ককে ডাকতে লোক পাঠানো হল। এদিকে আমি অপলক তাকিয়ে আছি ক্যাট এর দিকে।

এত সুন্দর হয় কি করে মানুষ!! আমার মনের কথা ওকে বলবো কি না সেটা নিয়ে চিন্তা করছি। এমন সময় মাথায় ভুত চাপলো। ক্যাট এর সামনে যেয়ে দাড়ালাম। শুটিং স্পট এর সবার সামনে ক্যাট এর কোমরে আমার ২ হাত রেখে ওর সাথে কথা বলতে লাগলাম। সে বেশ অবাক হল।

আমাকে কখনও এভাবে সে কথা বলতে দেখে নি। ক্যাটঃ কি ব্যাপার? কি হয়েছে তোমার? আমিঃ কি হবে? ক্যাটঃ না। এই যে এভাবে হঠাৎ করে এসে ধরলা আমাকে! আমিঃ ইচ্ছা হল তাই ধরলাম। ক্যাটঃ (মিষ্টি হাসি) ও আচ্ছা। আমিঃ তোমাকে ভালবাসি।

তোমার সাথে প্রেম করতে চাই (চোখে চোখ রেখে) ক্যাটঃ (অনেকক্ষণ মুখে কথা নাই) আমিঃ কিছু বল না কেন? ক্যাটঃ সেটা কি করে সম্ভব? তুমি যদি আর একটু লম্বা হতে তাহলে রাজি হইতাম। আমিঃ কোন কিছু না ভেবেই তার গলায় ২ টা চুমু দিয়ে দিলাম। ক্যাটঃ আস্তে! কি কর ? আমিঃ এত কিছু বুঝি না। তুমি শুধুই আমার! এরপর আমার ঘুম ভেঙ্গে যায়। বিঃদ্রঃ পাঠকগণ, বিশ্বাস করেন আর নাই করেন এরকম একটা স্বপ্ন আমি গতকাল দেখেছি।

কাহিনি টাকে একটা গল্পের মত রূপ দিতেই এতদূর এসেছি। স্বপ্নে শুটিং স্পট ছিল কি না আমার মনে নাই। তবে কোমর এ ২ হাত দিয়ে ধরে তার সাথে কথা বলেছি আর............। আর সে তখন একটা সাদা শাড়ি পড়া ছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.