আমাদের কথা খুঁজে নিন

   

পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে: শীলা

দিল্লি ভোটে কংগ্রেসের খারাপ ফলাফলের কারণ খতিয়ে দেখবে দল। রাজধানীতে দলের খারাপ ফলাফলের পরিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের।

আজ রবিবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের পিছিয়ে পড়ার খবর আসতে থাকে। এমনকী নিজের নয়াদিল্লি কেন্দ্রে শুরু থেকেই পিছিয়ে পড়েন মুখ্যমন্ত্রী স্বয়ং। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ব্যবধান। ভোট চিত্র পরিস্কার হয়ে যাওয়ার পরে জনগণের রায় বুঝতে পেরে দুপুর সাড়ে বারোটা নাগাদ দিল্লির লেফট্যানেন্ট জেনারেল নাজিব জংয়ের কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দেন শীলা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দিল্লিতে দলের পরাজয়ের কারণগুলি পর্যালোচনা করবে দল। এই জনাদেশ স্বীকার করে নিচ্ছি।  যদিও সাংবাদিকদের অধিকাংশ প্রশ্নের উত্তর এদিন স্বযত্নে এড়িয়ে গিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেত্রী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.