আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তারী পড়লেই ডাক্তার বা engineering পড়লেই engineer নয় (repost)



আমাদের দেশে কেউ ডাক্তারী পড়লেই তার বাবা মা বলে আমার ছেলে একজন ডাক্তার। এমনকি, ডাক্তারী পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে থাকেন। যেমন বলে আমি ডাক্তার হাসিব রহমান। মেডিক্যালে পড়লেই কি কাউকে ডাক্তার বলা যায়? তাহলে সাংবাদিকতার একজন ছাত্রকে কি সাংবাদিক বলবেন? আবার engineering পড়ে এমন ছাত্রকে engineer বলবেন? আর আইনের ছাত্র হলে কি তাকে lawyer বলবেন? তা বলা যাবে না। তাহলে যে মেডিক্যালে পড়ছে এবং গ্রজুয়েশন শেষ করে পেশায় প্রবেশ করেনি তাকে কেন ডাক্তার বলা হবে? আসলে নিজের অবস্হান না জেনেই তারা তা বলে বলে আমার ধারনা।

ডাক্তারের definition কী তারা তা জানে না বলেই ছাত্র অবস্হায় তারা নিজেকে ডাক্তার বলে পরিচয় দেয়। আসুন জেনে নেই ডাক্তার কাকে বলে। "doctor" শব্দটি এসেছে ল্যাটিন শব্দ "docere" থেকে যার অর্থ 'to teach'. মুলত: "A doctor was a teacher, especially a learned or authoritative one". ডাক্তারের definition দিতে গিয়ে বলা হয়েছে: "A person, especially a physician, dentist, or veterinarian, trained in the healing arts and licensed to practice." মেডিক্যাল সাইন্সে ডাক্তার হচ্ছে: "any medical professional with an MD, a PhD, or any other doctoral degree. A doctor may, for example, be a physician, psychologist, biomedical scientist, dentist, or veterinarian". কিন্তু মেডিক্যাল সাইন্সের বাইরের ডাক্তারদের সর্ম্পকে বলা হয়েছে: "In a nonmedical context, a professor of history might be addressed as doctor, an eminent theologian might be named a doctor of a church, and a person awarded an honorary doctorate by a college or university might also be called a doctor." এ সংজ্ঞাগুলি থেকে স্পষ্ট যে যারা কোন মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র হয়ে পড়াশুনা করছে তাদেরকে ডাক্তার বলা যাবে না ( তবে চিকিৎসক যারা পেশায় ঢুকে আবার উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য ছাত্র তারা বাদে)। আর যদি তারা ছাত্র অবস্থায় নিজেকে ডাক্তার বলে তাহলে সাংবাদিকতার ছাত্র সাংবাদিক, engineering পড়ে এমন ছাত্র engineer আর আইনের ছাত্র এ্যাডভোকেট হয়ে যায়! এনজিওতে গবেষক বা পোগ্রাম অফিসার হিসেবে চাকরি করেন যাদের গ্রাজুয়েশন মেডিক্যাল সাইন্সে তারাও নিজেকে ডাক্তার বলে পরিচয় দেন। অথচ তিনি কোন চিকিৎসার সাথে জড়িত না।

তারাও মেডিক্যাল সাইন্সের ভাষায় ডাক্তার নন। ডাক্তারী পাশ করে এনজিও কর্মী, সরকারি অন্য আফিসারও এখন হচ্ছে। তাই তাদেরকে কীভাবে ডাক্তার বলা যায়? বাংলাদেশে এমবিবিএস পাস করে বিএমডিসি (Bangladesh Medical & Dental Council, The Regulatory Authority in Bangladesh) রেজিস্ট্রেশন পাওয়ার পর ডাক্তার পরিচয় দিতে পারবেন বা সরকার বিসিএস এর মাধ্যমে হাসপাতালের জন্য কাউকে নিয়োগ দিলে তিনি হবেন ডাক্তার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.