আমার মেয়ে পূণ্য। বয়স সাড়ে তিন বছর।
গত কয়েকদিন ধরেই খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে। কাল রাতে তার মা শেষে নুডলস্ দিতে চাইল, তাও খাবেনা। বলে গন্ধ লাগছে আর বমি বমি লাগছে।
আজ সকালে অফিসে আসার পরে শুনি বমি করেছে। কিছুক্ষন আগে আরেকবার। আর সব কিছুই নাকি গন্ধ লাগছে। ওর মা রান্না করছে, তাতেও। ভীষন দুঃশ্চিন্তায় আছি।
এর আগে গত বছর ২ দফা তার ভাইরাস জনিত কারণে প্রায় ৩৫ - ৪০ বার বমি হয় এক নাগাড়ে। শেষে হাসপাতালে নিয়ে স্যালাইন পুশ করা লাগে। আল্লাহ না করেন। সে যেন দ্রুত সুস্থ হয়।
আপনাদের কারো কোন পরামর্শ থাকলে বলবেন, প্লিজ।
ওকে নিয়ে অবশ্য বিকেলে পেডিয়াট্রিস এর কাছে যাব। কিন্তু তাও যদি কোন পরামর্শ দিতেন, খুব উপকার হত।
অপেক্ষায় থাকলাম।
(এটা সাময়িক পোস্ট, মুছে দেব। )
ফলো আপ
কিছুক্ষন আগে ডাক্তারের কাছ থেকে এলাম।
উনি সব দেখে আশংকামুক্ত থাকতে বললেন। ভাবছি আপাতত কয়েকদিন দেখে তারপর অবস্থা বুঝে বিলুরুবিন টেস্ট করাতে যাব। সবাইকে আবার ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।